টাঙ্গাইলে নানা কর্মসুচীর মধ্যদিয়ে মওলানা ভাসানীর ১৩৫ তম জন্মদিন পালিত
মাভাবিপ্রবি সংবাদদাতাঃ
টাঙ্গাইলে নানা কর্মসুচীর মধ্যদিয়ে আজ শনিবার (১২ ডিসেম্বর) মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৩৫ তম জন্মদিন পালিত হয়েছে। সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায় পরিবার, মওলানা ভাসানীর পরিবার এবং বিভিন্ন সংগঠন সন্তোষে মচলুম জননেতার মাজারে পুষ্পস্তোবক অর্পন ও দোয়া মোনাজাত করেন।
পরে মাজার প্রাঙ্গনে দরিদ্র শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করেন বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।
উল্লেখ্য, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ডিসেম্বর ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন।