টাঙ্গাইলে দোকান ফিরে পেতে রাস্তায় ব্যবসায়ীরা

0 58

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে মার্কেটে দোকান ফিরে পেতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সমবায় মার্কেটের সাবেক ব্যবসায়ীরা। মঙ্গলবার (৯ মে) দুপুরে মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, মতিউর রহমান, দেলোয়ার হোসেন, বসির আহমেদ প্রমুখ। এসময় মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।




বক্তারা বলেন, ১৯৮২ সালে ৩৫ হাজার টাকার বিনিময়ে আমরা সমবায় ব্যাংকের কাছ থেকে দোকানের পজিশন ক্রয় করি। দলিলের শর্ত ভঙ্গ করে সন্ত্রাসী কায়দায় কুদরত-ই-এলাহী মার্কেট ভাঙে। কিন্তু মার্কেটের সাবেক সভাপতি কুদরত আমাদের পুরাতন ব্যবসায়ীদের একটি দোকানও দেননি। তিনি মামলায় হারার পরও মিষ্টি বিতরণ করেন। দোকানের চিন্তায় ১৭ জন ব্যবসায়ী মারা গেছেন। যারা দোকান পাননি তাদের অনেকে ফুটপাতে দোকান করছে, কেউ রিকশা চালায় আবার কেউ ভ্যান।




তিনি আরও বলেন, নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে করা মামলার প্রতিটি রায় আমাদের পক্ষে এসেছে। তারপরও আমরা এখন নিরুপায়। কুদরত-ই-এলাহী এই ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। আমরা তার বিচার দাবি করছি।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ