স্টাফ রিপোর্টারঃ
‘এসো গড়ি নারীবান্ধব হাসপাতাল’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল দু’দিনব্যাপী স্বাস্থ্য মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে নারীপক্ষ, আরপিডিও ও ইউনিসেফ এর সহযোগিতায় টাঙ্গাইল মেডিকেল কলেজ চত্বরে দু’দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী খান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন। সভায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন সৈয়দ ইবনে সাঈদ, নারী পক্ষের সাবেক চেয়ারম্যান এডভোকেট ইউ এম হাবিবুন নেসা প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা মেলার স্টল গুলো ঘুরে দেখেন। মেলায় মোট ৯টি স্টল অংশ গ্রহন করেছে।