টাঙ্গাইলে দুইদিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন
স্টাফ রিপোর্টার//
টাঙ্গাইলে দুইদিনব্যাপী সাহিত্য মেলা ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের বাস্তবায়নে, বাংলা একাডেমির সমন্বয়ে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৬ ফেব্রুয়ারী সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব (যুগ্মসচিব) এ.এইচ.এম লোকমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,বিশিষ্ট কবি বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব,টাঙ্গাইল পৌরসভার মেয়র এস,এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান। সাহিত্য মেলা,প্রবন্ধ পাঠ ও লেখক কর্মশালায় জেলার বিভিন্ন অঞ্চলের কবি ও লেখকবৃন্দ অংশগ্রহণ করেন।
Comments are closed.