মোজাম্মেল হক ॥
প্রতিভা অন্বেষণে টাঙ্গাইলে তৃণমূল পর্যায়ে (অনুর্ধ্ব-১৬) ছেলে ও মেয়েদের ১০ দিনব্যাপী কাবাডি প্রশিক্ষনের সমাপ্তি হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত (২৯ এপ্রিল) থেকে শুরু হয়ে মঙ্গলবার (৯ মে) বিকালে প্রশিক্ষনের সমাপ্ত হয়।
প্রশিক্ষনের সমাপনি দিনে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন-অর-রশীদ, সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু ও যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু ছালাম, জাতীয় দলের সাবেক কাবাডি খেলোয়াড় আজগর আলী, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন নাহার ঝিলু ও কোষাধ্যক্ষ ঝর্ণা খাতুন।
১০ দিনব্যাপী কাবাডি প্রশিক্ষণে কোচ ছিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আব্দুল জলিল ও সহকারী কোচ তুহিনুর রহমান সেলিম। কাবাডি প্রশিক্ষণে ১৭ জন ছেলে ও ৮ জন মেয়ে প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে সার্টিফিকেট অর্জন করেছে।