টাঙ্গাইলে তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি নেমেছে। বৃষ্টির প্রতিক্ষায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করেছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অবশেষে তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি নামল জেলাসহ সব উপজেলাগুলোতে।
শুক্রবার (৯ জুন) দুপুরের দিকে বাতাসের সঙ্গে আকাশ কালো মেঘে ঢেকে যায়। প্রথমে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি, তারপর ভারী বৃষ্টি শুরু হয়। ফলে কয়েকদিনের তীব্র তাপদাহে পর গরম থেকে মুক্তি পেয়েছে মানুষ।
রিকশাচালক হাসান আলী বলেন, কয়েকদিনের প্রচণ্ড গরমে শহরের রিকশা চালাতে পারিনি। সকাল থেকে প্রচণ্ড গরম অনুভূত হওয়ায় শহরে তেমন লোক বের হয় না। যে কারণে রিকশায় যাত্রী সংখ্যা অনেক কম ছিল। এখন বৃষ্টি হওয়ায় মানুষ শহরের বের হচ্ছে, রিকশায় যাত্রী বেড়েছে। ফলে আয়ও বেশি হচ্ছে।
তাছাড়া অধিকাংশ কর্মজীবীরা ছুটি থাকায় স্বস্তির বৃষ্টির উপভোগ করেছেন। অনেকদিন পর কাঙ্ক্ষিত বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনমনে। অনেকে আবার বৃষ্টি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন।
দীর্ঘদিন পর টাঙ্গাইল জেলাজুড়ে স্বস্তির বৃষ্টি হয়েছে। জনমনে শান্তি ফিরে এসেছে। নদী, নালা, খাল-বিল, পুকুর-ডোবায় পানি জমতে শুরু করেছে। মাঠে ফলসগুলো সতেজ হয়ে উঠছে। ফলে সবুজ শ্যামল প্রকৃতি ফিরে পেয়েছে আপন মহিমা।