টাঙ্গাইলে তিন দিনব্যাপী নাট্য উৎসব শুরু
স্টাফ রিপোর্টার//
টাঙ্গাইলে করোনেশন ড্রামেটিক ক্লাব (সি ডি সি) আয়োজিত তিন দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
নাট্য উৎসবের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত নাট্যকার, অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন করোনেশন ড্রামাটিক (সি ডি সি) ক্লাবের সভাপতি আতাউর রহমান খান এমপি।
এসময় আমন্ত্রিত ব্যক্তিবর্গ, করোনেশন ড্রামেটিক ক্লাবের সদস্যবৃন্দ ও নাটকপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।