টাঙ্গাইলে তথ্য অধিকার আইন বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতনিনিময়

0 258

01স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল জেলা তথ্য অফিসের উদ্যোগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তথ্য অধিকার আইন ও নৈতিকতা বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুব হোসেন।
জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, সম্পাদক জাফর আহমেদ,সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ প্রমুখ।
বক্তারা বলেন, গনমাধ্যম কর্মীদের দাবী প্রেক্ষিতেই সরকার তথ্য অধিকার আইন করেছে। তাই এই আইনের বিষয়ে জনগনকে জানাতে  গনমাধ্যম কর্মীদেরই অগ্রনী ভুমিকা রাখতে হবে।
সভায় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ