টাঙ্গাইলে জ্বালানী বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে রোববার বিষয় ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত বক্তৃতা প্রতিযোগিতার বিষয় ছিল “নবায়নযোগ্য জ্বালানী,জ্বালানী দক্ষতা ও জ্বালানী সংরক্ষন”।
প্রতিযেগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন। এসময় জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।