টাঙ্গাইলে জাতীয় শুদ্ধাচার কৌশল সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ের সকল সরকারী দপ্তরের প্রধানদের সাথে জাতীয় শুদ্ধাচার কৌশল সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ নজরুল ইসলাম।
জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনিরা সুলতনা,জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।
সভায় জেলার সকল সরকারী দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।