টাঙ্গাইলে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত

137

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুলাই) বিকেলে কাতুলী ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কাশেম।




বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের তুলা, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু তাহের, সদস্য সচিব ফকির শাহ আলম। কাতুলী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য ইলিয়াসসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।