টাঙ্গাইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে বিক্ষোভ

160

স্টাফ রিপোর্টার ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা: জুবাইদা রহমানকে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় কারাদ- দেয়ার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রোববার (৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইল জজ কোর্ট এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।




টাঙ্গাইল বার সমিতির মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে জজ কোর্ট এলাকাসহ আশেপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বার সমিতির উত্তরপাশে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রস্তাবিত কমিটির সভাপতি ও টাঙ্গাইল বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এস. এম ফাইজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও ফোরামের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম জহির। এ সময় ফোরামের অন্য নেতারা উপস্থিত ছিলেন।




এই মামলা ও রায়কে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে বক্তারা বলেন, বিএনপি নেতৃবৃন্দ যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারেন, সেজন্য আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিচ্ছে। এই মিথ্যা রায় আমরা মানি না। অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করেন বক্তারা। দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী কালো পতাকা হাতে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।