টাঙ্গাইলে গ্রেফতারকৃত আইনজীবীদের মুক্তির দাবিতে মানববন্ধন

157

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে থাকা তিনজন আইনজীবীকে অবিলম্বে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রোববার (২৭ নভেম্বর) সকালে টাঙ্গাইল কোর্ট চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।




মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়া এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান কবীর। বিশেষ ক্ষমতা আইনের এই মামলাকে মিথ্যা ও হয়রানীমূলক আখ্যা দিয়ে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি তাদের দ্রুত মুক্তি দাবি করেন বক্তারা। ফোরামের অন্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।




গ্রেফতারকৃত আইনজীবীরা হলেন অ্যাডভোকেট খন্দ: মাহবুবুর রহমান রিপন, অ্যাডভোকেট লাল মাহমুদ ও অ্যাডভোকেট ফরিদ উদ্দিন। ঢাকায় আগামী ১০ ডিসেম্বরের মহাসমাবেশকে সামনে রেখে গত ২৩ নভেম্বর টাঙ্গাইল শহরে বিএনপির এক প্রস্তুতি সভা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে ২৪ নভেম্বর আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেট তাদের একদিনের রিমান্ড দেন। রিমান্ড শেষে তাদের টাঙ্গাইল জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়।




এছাড়া রোববার গ্রেফতারকৃতদের পক্ষে তাদের আইনজীবীরা জেলা ও দায়রা জজ আদালতে জামিন চান। সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ এই জামিন বিষয়ে শুনানীর জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য্য করেন।

Comments are closed.

ব্রেকিং নিউজঃ