টাঙ্গাইলে কোটি টাকার সেচ প্রকল্প মুখ থুবড়ে পড়েছে

295

9f6b326394fca72bf5e3fe65b8e44254কে. এম মিঠু, গোপালপুরঃ
পল্লী বিদ্যুতের জোনাল অফিসের কর্মকর্তাদের দুর্নীতির কারণে বিএডিসির ‘অচল নলকূপ সচল কর্মসূচি’ মুখ থুবড়ে পড়েছে। সংযোগ না পাওয়ায় সহ¯্রাধিক একর জমি অনাবাদী থেকে যাচ্ছে।
জানা যায়, বাড়তি খাদ্য উৎপাদনের লক্ষ্যে সরকার বিএডিসির সহযোগিতায় টাঙ্গাইলে ৫০ কোটির টাকার এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় বিএডিসি গত ২০১৪ সালে জেলার গোপালপুর উপজেলার চাতুটিয়া ও নিয়ামতপুর গ্রামে সোয়া কোটি টাকা ব্যয়ে দু’টি গভীর নলকূপে ভূগর্ভস্থ সেচনালাসহ অবকাঠামো নির্মাণ করে। কিন্তু সেচ মৌসুম শেষ হওয়ার অজুহাতে পল্লী বিদ্যুৎ গত মৌসুমে সংযোগ  দেয়নি। চাতুটিয়া ১১৮নং গভীর নলকূপের ম্যানেজার মাওলানা আব্দুল হামিদ অভিযোগ করেন, গত  মৌসুমে সংযোগ না পাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এবার মৌসুমের শুরুতেই গোপালপুর জোনাল অফিসে যোগাযোগ করে। কিন্তু ঘুষ না দেয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা এবারো টালবাহানা করছে। তিনি এ হয়রানির প্রতিকার দাবি করেন। ওই নলকূপের বোরো চাষী আব্দুল হাই তালুকদার জানান, ঘুষ না দেয়ায় সরকারি সেচ প্রকল্পের নলকূপে সংযোগ না দেয়ায় কয়েক কোটি টাকার ফসলহানি হচ্ছে।
বিএডিসির ওই প্রকল্পের উপ-সহকারি প্রকৌশলী নূরুল ইসলাম অভিযোগ করেন, টাকা জমার মানি রিভিস এর কাগজ বিএডিসি এক বছর আগেই পল্লী বিদ্যুৎ অফিসে সরকারিভাবে জমা দিয়েছে। আসলে পল্লী বিদ্যুৎ ফাইল হারানোর অজুহাত তুলে উদ্দেশ্য প্রনোদিতভাবে কৃষকদের হয়রানি করছে।
গোপালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস জানায়, বোরো চারা রোপনের সময় প্রায় শেষ। সংযোগ না পাওয়ায় সরকারি প্রকল্পের বোরো চাষীরা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হবে। পল্লী বিদ্যুতের গোপালপুর ম্যানেজার আবুল বাশার জানান, ঘুষ চাওয়া হয়নি। মানি রিসিভ আমার অফিস থেকে হারিয়ে গেছে। স্কীম ম্যানেজারকে বলেছি বিএডিসি থেকে আরেকটি কপি এনে দেয়ার জন্য। ওই রশিদ পুনরায় জমা না দেয়ায় সংযোগে বিলম্ব হচ্ছে।