টাঙ্গাইলে এসএ টিভির তৃতীয় বর্ষ পুর্তি পালিত
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলে বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এসএ টিভির ৩য় বর্ষ পুর্তি পালিত হয়েছে। ১৯ জানুয়ারী মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে হতে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ সভাপতি শাসসুদুল আক্তার শামীম, যুগ্ম সম্পাদক হাবিব খান, বাংলাদেশ টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি জে সাহা জয়, এসএ টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আহমেদ রাসেলসহ টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মাধ্যমের সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।