টাঙ্গাইলে নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার:
স্বীকৃতি প্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করাসহ ৩ দফা দাবীতে টাঙ্গাইলে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে শহীদ মিনার প্রাঙ্গনে নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন জেলা শাখা এ কর্মসুচীর আয়োজন করে।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি শেখ রফিকুল ইসলাম, শিক্ষক নেতা সৈয়দ আব্দুর রহমান, একেএম আ.আউয়াল,মৃদুল কান্তী ঘোষ,শহিদুল ইসলাম প্রমুথ।
বক্তারা জানান, তাদের অন্য দাবী দুটি হচ্ছে যোগদানের তারিখ হতে চাকুরীর বয়স গননা করা এবং এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত নতুন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ও স্বীকৃতি বন্ধ রাখা।
মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।