টাঙ্গাইলে আইভি রহমানের ১৯ তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার ॥
২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে কোরান খতম, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেলীনা বেগম, শামসুর নাহার বেগম, ফাতেমা রহমান, জেবুনেচ্ছা জেবু, রুমা খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: জাকিয়া ইসলাম জ্যোতি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু।
এ সময় জেলা, উপজেলা, শহর ও বিভিন্ন ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।