টাঙ্গাইলের ৮ পৌরসভার প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

0 163

324578965JPGফাহাদ শাওনঃ
টাঙ্গাইলের ৮টি পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে আজ সোমবার (১৪ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সকালে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে রির্টানিং অফিসারের কার্যালয়ে আসেন প্রতীকের জন্য। রির্টানিং অফিসার দলীয় মেয়র প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন। এছাড়া স্বতন্ত্র মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রার্থীরা নিজ নিজ প্রতীক বুঝে পেয়ে আনুষ্ঠানিক ভাবে প্রচার-প্রচারনায় নেমে পরেছেন।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, জেলার ৮টি পৌরসভায় মেয়র পদে ২৫ জন, কাউন্সিলর পদে ২৬৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ