টাঙ্গাইলের ৮ পৌরসভার প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
ফাহাদ শাওনঃ
টাঙ্গাইলের ৮টি পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে আজ সোমবার (১৪ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সকালে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে রির্টানিং অফিসারের কার্যালয়ে আসেন প্রতীকের জন্য। রির্টানিং অফিসার দলীয় মেয়র প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন। এছাড়া স্বতন্ত্র মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রার্থীরা নিজ নিজ প্রতীক বুঝে পেয়ে আনুষ্ঠানিক ভাবে প্রচার-প্রচারনায় নেমে পরেছেন।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, জেলার ৮টি পৌরসভায় মেয়র পদে ২৫ জন, কাউন্সিলর পদে ২৬৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।