টাঙ্গাইলের ৩ হাজার ১৬ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়
ফাহাদ শাওনঃ
সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও আজ শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা.নুর মোহাম্মদ। এসময় সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদসহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলে।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, জেলার ১২টি উপজেলার ৩হাজার ১৬টি কেন্দ্রে ১ থেকে ৫ বছর বয়সী ৪লাখ ৫৮হাজার ৫শ জন শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়।
এছাড়াও ৬মাস থেকে ১১ মাস বয়সী ৫৩হাজার ৫শ’ জন শিশুকে ১টি করে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য ১হাজার ৫শ’১৭জন সরকারী মাঠকর্মী কাজ করে। এর মধ্যে ৫শ’৫৩জন স্বাস্থ্য সহকারী,৫শ’৫৬জন এফডব্লিউওএ এবঙ ৪শ’১৪ জন সিএইচসিপি।
এছাড়াও জেলায় মোট ৯হাজার ৪৮জন এনজিও কর্মী কাজ করে।