টাঙ্গাইলের হুগড়ায় বিদ্যুৎপৃষ্টে পিতা নিহত ॥ ছেলে আহত

197

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বিদ্যুৎপৃষ্ট হয়ে সোনা উল্লাহ (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে আহত হয়েছে। রোববার (২৬ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের হুগড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সোনা উল্লাহ ওই এলাকার বাসিন্দা। আহতের নাম সোহরাব আলী মোল্লা (৩৮)।
এ ব্যাপারে হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা টিনিউজকে বলেন, বাড়ির পল্লী বিদ্যুতের লাইনের তারে প্রথমে সোনা উল্লাহ হাত দিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি সোনা উল্লার ছেলে দেখতে পেরে বাবাকে বাঁচাতে গিয়ে তিনিও তারে হাত দিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বিদ্যুতের লাইনটি পূর্বে থেকেই লিকেজ ছিল। পল্লী বিদ্যুৎ অফিসের অবহেলার জন্যই মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটেছে।