টাঙ্গাইলের সাতটি আসনে বিএনপির ১৪জনের নামে চিঠি ইস্যু

215

স্টাফ রিপোর্টারঃ একাদশ সংসদ নির্বাচনে বিএনপি তাদের দলের মনোনিত প্রার্থীদের নামে মনোনয়নের চিঠি ইস্যু করছে। টাঙ্গাইলের ৮ টি আসনের মধ্যে ৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। একটি আসনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর জন্য রাখা হয়েছে।

কৌশলগত কারনে প্রতিটি আসনে রাখা হয়েছে দুইজন করে প্রার্থী।  ইতিমধ্যে এসব প্রার্থীদের নামেও চিঠি ইস্যু করা হয়েছে।

যাদের নামে চিঠি ইস্যু করা হয়েছে তারা হলেনঃ টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ি) আসনে ফকির মাহবুব আনাম স্বপন ও সরকার শহীদ, টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুর) আসনে  সুলতান সালাউদ্দিন টুকু ও তার ভাই শামছুল আলম তোফা, টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ ও মাঈনুল ইসলাম, টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে লুৎফর রহমান মতিন ও ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনে সাবেক মন্ত্রী মেজর জেনারেল(অবঃ) মাহমুদুল হাসান ও ছাইদুল হক ছাদু, টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনে সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ও  সাবেক মন্ত্রী  নুর মোহাম্মদ খান, টাঙ্গাইল-৭(মির্জাপুর) আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সাইদুল ইসলাম খান।

টাঙ্গাইল-৮(বাসাইল-সখিপুর) আসন এখনো ঘোষনা করা হয়নি। এ আসনে ঐক্যফ্রন্টের শরিক দল কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে প্রার্থী দেয়া হবে বলে জানা গেছে।