টাঙ্গাইলের সাংবাদিক উজ্জলের নানার কুলখানি অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল পৌরসভার কাগমারা গ্রামের মোহাম্মদ হোসেন মাস্টারের কুলখানি নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং কাঙালি ভোজের আয়োজন করা হয়।
কুলখানি অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, হুগড়া ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, কাকুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোহাম্মদ হোসেন মাস্টার গত ২৮ ডিসেম্বর(শনিবার) বিকালে টাঙ্গাইল পৌরসভার কাগমারা এলাকার নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ১১২ বছর বয়সে ইন্তেকাল করেন। নিহত মোহাম্মদ হোসেন মৃত মোসলেম উদ্দিন প্রামাণিকের ছেলে ও খাস কাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালেয়র সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি দৈনিক আমাদের সময় ও বিজয় টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবায়ের উজ্জলের নানা।