টাঙ্গাইলের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার
বিভাস কৃষ্ণ চৌধুরী ॥
টাঙ্গাইলের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আতাউল গনি। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাহলিমা জান্নাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ। পরে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।