টাঙ্গাইলের সন্তোষে শুরু হয়েছে ৫দিনব্যাপী ভাসানী মেলা
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে শুরু হয়েছে ৫দিনব্যাপী ভাসানী মেলা। শুক্রবার সন্ধায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ভাসানী মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি ফজলুর রহমান খান ফারুক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক কবি বুলবুল খান মাহবুব,টাঙ্গাইল সাধারন গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন,সাধারন সম্পাদক কবি মাহমুদ কামাল, মওলানা ভাসানীর নাতী মাহমুদুল হক সানু,অনলাইন নিউজ পোর্টাল টিনিউজবিডি.কম এর সম্পাদক সোলায়মান হাসান,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক শাহীন আরা মিষ্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভাসানী ফাউন্ডেশন আয়োজিত মেলায় প্রতিদিন মওলালা ভাসানী’র কর্মময় জীবনের উপর আলোচনা,আলোকচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।