টাঙ্গাইলের সকল বিদ্যালয় ও মাদ্রাসায় বই উৎসব পালিত

0 142


রনজিৎ রাজঃ
নতুন বছরের প্রথম দিন আজ সোমবার (১জানুয়ারী) সারাদেশের মতো টাঙ্গাইলের ১২টি উপজেলার সকল বিদ্যালয় ও মাদ্রাসায় একযোগে আনন্দ উচ্ছাসের সাথে বই উৎসব পালিত হয়েছে। সকালে টাঙ্গাইল শহরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, ইউএনও জিনাত জাহান, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলম আহাদ। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা বিভাগ সুত্রে জানা গেছে, জেলার ১২টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় প্রায় ৯২ লাখ নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে দারুন খুশী ক্ষুদে শির্ক্ষীরা।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ