স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের শিবপুর বাজারে এলাকা থেকে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার (১৪ মার্চ) বিকেলে র্যাব ওই এলাকায় অভিযান চালায়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর বাজারে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদর রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল বিকেল ৫টার দিকে শিবপুর বাজারের মেসার্স শান্তা স্টোরের সামনে পাকা রাস্তার উপর পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় আতিক (২৫), পিতাঃ আবুল কালাম, সাং-শিবপুর (রিক্সা চালক মামা মোহাম্মদ আলীর বাসা), মনির হোসেন (২২) পিতাঃ মোসলেম উদ্দিন, সাং- শিবপুর এদেরকে আটক করে। আসামীদের দেহ তল্লাসী চালিয়ে আড়াইশ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল সদর এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী পাইকারী ও খুচরা দরে হিরোইনসহ অবৈধ মাদকদ্রব্য সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে র্যাবের ডিএডি সেলিম রেজা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেছেন।
Next Post