টাঙ্গাইলের মনোনয়ন প্রত্যাশীরা এখন ঢাকায় ॥ ভোটের প্রচার ফেসবুকে

181

জাহিদ হাসান ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন মনোনয়নের ফাইনাল লড়াইয়ে নেমেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতারা। তফসিল অনুযায়ী আগামী (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী মাঠের প্রচার এখন না থাকলেও সমান তালে প্রচার প্রচারণা চলছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। দলীয় মনোনয়ন উত্তোলন আর দাখিল করেই জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিচ্ছেন নেতা এবং কর্মীরা। এখন ফেসবুক খুললেই শুধু ভেসে উঠছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের মনোনয়ন উত্তোলন ও দাখিলের চিত্র। সেই সঙ্গে নির্বাচনের জন্য দোয়া কামনাও করছেন তারা। এখন ফেসবুকে কে কত বেশি সেয়ার লাইক কমেন্ট করছেন তা নিয়েই মত্ত হয়ে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী নেতারা। মাঠে না থাকলেও এখন সব নেতার খোঁজ মিলছে ফেসবুকে। তবে এ ক্ষেত্রে এখন অনেক পিছিয়ে রয়েছে অন্যান্য দলগুলো। এখনও মাঠে কিংবা ফেসবুকে জানান দেননি তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, টাঙ্গাইল সংসদীয় ৮টি আসনের মনোনয়ন প্রত্যাশী তরুণ নেতাদের পাশাপাশি বর্তমান এমপিরা এখন সবাই ঢাকায়। ঢাকাতেও শোডাউন দিচ্ছেন তারা। এজন্য এলাকা থেকে নেতাকর্মীদেরও নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের সব কর্মকান্ডই উঠে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বর্তমানে ভোটের প্রচার চলছে ফেসবুক জুড়ে। নানান পোস্ট, স্ট্যাটাসের মাধ্যমে ঢাকা থেকেই প্রার্থিতার জানান দিচ্ছেন তারা। যে যার সমর্থক তারাও দিচ্ছেন নেতার পক্ষে পোস্ট। তাই এখন ফেসবুকের পাতা হয়ে গেছে ভোটের মাঠ। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মনোনয়ন বিক্রির শুরুর দিন থেকেই ঢাকামুখী হয়েছেন টাঙ্গাইলের আটটি আসনের মনোনয়ন প্রত্যাশী নেতারা। ঢাকাতেই বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে অবস্থান করছেন তারা। কর্মী-সমর্থকদের মধ্যে কেউ কেউ এলাকায় ফিরে আসলেও নেতারা অবস্থান করছেন ঢাকাতেই। মনোনয়ন নিশ্চিত করেই ফিরবেন অনেকে। তাই মনোনয়নের জন্য ফাইনাল লড়াই চলছে নেতাদের মধ্যে। শুরু হয়েছে শেষ মুর্হুতের প্রাণপণ লবিং।
গত চারদিনে টাঙ্গাইলের সংসদীয় ৮টি সংসদীয় আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলে দাখিল করেছেন ৭৪ নেতা। এদের মধ্যে বর্তমান ৮ এমপিও রয়েছেন। এছাড়া পাঁচ নারী নেত্রীও মনোনয়ন তুলেছেন এবার টাঙ্গাইলের বিভিন্ন আসনের জন্য। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এবার রেকর্ডসংখ্যক নেতা রয়েছেন। সবার আশাবাদ তারা মনোনয়ন পাচ্ছেন। এরই মধ্যে কয়েকজন তাদের মনোনয়ন নিশ্চিত বলে জানিয়েছেন। এসব খবর ভেসে আসছে নেতাদের ফেসবুকের ওয়াল থেকেই। খোঁজ নিয়ে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি শুরুর পর থেকে বিএনপি ও জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন নেতারা। দলীয় কার্যালয় থেকে মনোনয়ন কিনেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া ও ভোট চাইছেন। এসব নেতা ঢাকায় নিয়ে গেছেন বিশাল কর্মী-সমর্থকদের। বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা ছাড়াও ফরম কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন নতুন মনোনয়ন প্রত্যাশীরাও।