টাঙ্গাইলের মধুপুরে ভাগ্নের ছুরিকাঘাতে মামার মৃত্যু

0 92

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে ভাগ্নের ছুরিকাঘাতে মামা আব্দুল জলিলের (৪২) মৃত্যু হয়েছে। কেরাম খেলা নিয়ে পুরোনো দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটেছে। শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের হরিণধরা বাজারে এই ঘটনা ঘটে।




স্থানীয়রা জানান, শোলাকুড়ি ইউনিয়নের গিলগাইছা বাজারে কেরাম খেলার সময় শিহাব উদ্দিন ও নোমান মিয়ার সাথে তাদের মামা আব্দুল জলিলের বিরোধ তৈরি হয়। পরে এই ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সাথে মারামারিতে বাঁধে। এ সময় ভাগ্নে পক্ষের লোক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু এই ঘটনার জের ধরে শনিবার (১৫ এপ্রিল) ইফতারের পূর্বমুহুর্তে আব্দুল জলিল হরিণধরা বাজারে মোটরসাইকেলে পেট্রোল তুলছিলেন। এ সময় তার দুই ভাগ্নে শিহাব ও নোমান অতর্কিতভাবে আব্দুল জলিলের উপর হামলা চালায়। এতে ভাগ্নের ছুরিকাঘাতে আব্দুল জলিল মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।




মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্র্মতা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, আব্দুল জলিল খুন হওয়ার ঘটনায় মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ