টাঙ্গাইলের নতুন ডিসি কায়ছারুল ইসলাম
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন কায়ছারুল ইসলাম। তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হিসাবে কর্মরত ছিলেন। টাঙ্গাইলসহ দেশের ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, জেলা প্রশাসক (ডিসি) রদবদলের আগে টাঙ্গাইলে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন জসীম উদ্দীন হায়দার। তার কর্মস্থলে এখন দায়িত্ব পালন করবেন নতুন ডিসি কায়ছারুল ইসলাম।