টাঙ্গাইলের তরুণ উদ্যোক্তা ইমরান হোসেন

839

স্টাফ রিপোর্টার ॥
প্রযুক্তির আশির্বাদে বর্তমান প্রজন্ম যেভাবে অনলাইন নির্ভর হচ্ছে, তাতে নিশ্চিতভাবে বলা যায় ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব প্রতিনিয়ত বেড়েই চলেছে। অনেক তরুণই ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিংকে বেছে নিচ্ছেন। এমনই একজন টাঙ্গাইলের ছেলে ইমরান হোসেন। ডিজিটাল মার্কেটিং তাকে একদিকে যেমন প্রতিষ্ঠিত করে তুলেছে, তেমনি তার জীবনে এনে দিয়েছে স্বাচ্ছন্দ্য।
টাঙ্গাইল পৌর শহরের দিঘুলীয়া এলাকার প্রতিভাবান ছেলে ইমরান হোসেন একজন স্বতন্ত্র বাংলাদেশী তরুণ উদ্যোক্তা ও ডিজিটাল মার্কেটার। বই, মিউজিক ভিডিও, অভিনয়, ইউটিউব টিউটোরিয়াল, ব্লগিংসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে পরিচিতি লাভ করেছেন তিনি। ‘Emran Hossain’ নামে নিজের একটি ফেসবুক পেইজ নিয়ে কাজ শুরু করেন এ যুবক। ২৩ বছর বয়সী ইমরান পড়াশোনার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং-এ কাজ করছেন। করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বেড়েছে তার কাজের পরিধিও।
তরুণ উদ্যোক্তা ইমরান হোসেন টিনিউজকে বলেন, সারাবিশ্বেই এখন ডিজিটাল মার্কেটিং অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশও পিছিয়ে নেই। দেশের আইসিটি সেক্টরে আশাতীত উন্নয়নের ফলে ডিজিটাল মার্কেটিংয়ের জনপ্রিয়তা বাড়ছে। তবে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করা উচিত, কম বয়সী হলে কম জানবে এটা ঠিক না। ইতিহাস সাক্ষী তরুণরাই সবসময় নতুন কিছু আবিষ্কার করেছে। বড় ভূমিকা রেখেছে বিশ্ব অর্থনীতিতে। এ কারণে আমি সবাইকে তরুণদের পাশে থাকার আহ্বান জানাই। বড়রা সঠিক সাপোর্ট দিলে তরুণরা অবশ্যই সাফল্য পাবে।
তরুণ উদ্যোক্তা ইমরান হোসেন

 

Comments are closed.

ব্রেকিং নিউজঃ