টাঙ্গাইলের আটটি পৌরসভায় নির্বাচিত মেয়র-কাউন্সিলররা শপথ নিয়েছেন
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের আটটি পৌরসভার নব-নির্বাচিত মেয়র, কাউন্সিল ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা শপথ গ্রহন করেছেন। ২৭ জানুয়ারী বুধবার ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ জিল্লার রহমান তাদের শপথ বাক্য পাঠ করান। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে টাঙ্গাইলের আটটি পৌরসভার নব-নির্বাচিত মেয়র, কাউন্সিল ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
শপথ নেয়া মেয়র, কাউন্সিল ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা তাদের প্রতিক্রিয়ায় টিনিউজবিডি ডট কমকে জানান, দলমতের উর্দ্ধে থেকে তারা জনগনের কল্যানে কাজ করবেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর টাঙ্গাইলের আটটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়র পদে সাতটিতে আওয়ামীলীগ ও একটিতে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়।