জোড়া খুনের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সদর উপজেলার যুগনী গ্রামের সানু ও নওশাদ এর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতদ্বয়ের পরিবার ও এলাকাবাসী। জোড়াখুনের মামলার এজাহারভুক্ত ১২জন আসামীর মধ্যে ৪জনকে পুলিশ গ্রেফতার করলেও বাকী আসামীরা রয়েছে ধরাছোয়ার বাইরে। গ্রেফতারকৃতরা জামিনে বের হয়ে নানা রকম হুমকি ধামকি দিচ্ছে।
রোববার (৯ ফেব্রুয়ারী) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে হাজার হাজার নারীপুরুষ ও শিশুরা অংশ গ্রহন করে হত্যাকারীদের বিচার দাবি করেন।
মানববন্ধনে এলাকাবাসী জানায়, মামলার এজাহারভুক্ত ৪জন আসামী গ্রেফতার হলেও তাদের মধ্যে ৩জন জামিনে মুক্তি পেয়েছে। এই মুক্তিপ্রাপ্ত তিনজন ইলিয়াস, নজরুল ও নিজাম তাদের ঘনিষ্ট সহযোগী স্থানীয় বাবলু ও তার ভাই সাইদুর, আলম টাইগার, মজনু, খাজা, শামসুল ও শাকিল এরা মামলা তুলে নেয়ার জন্য মামলার বাদীকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এতে করে মামলার বাদী ও তার পরিবার পরিজন আতংকে দিন কাটাচ্ছেন।
উল্লেখ, ২০১৯ সালের ২৭মার্চ সকাল ১০টার দিকে নিহত সানুর ভাতিজা বাচ্চুর কাছে মোটর সাইকেল চান একই এলাকার বাবু মিয়া। এসময় বাচ্চু মোটর সাইকেল না দেয়ায় বাবু ও তার লোকজন বাচ্চুকে মারধর করে। এ ঘটনা জানার পর সানু ও তার পরিবারের লোকজন সকাল ১১টার দিকে তার ভাতিজাকে মারধরের বিষয়টি জানতে বাবুদের বাড়িতে যান। এসময় বাবু ক্ষিপ্ত হয়ে বাবু ও তার লোকজন সানুর উপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে সানুকে কোপাতে থাকে। সানুকে বাচাতে পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। পরে গুরুতর অবস্থায় ৬জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক সানু ও নওশাদকে মৃত ঘোষনা করেন। পরে এ ঘটনায় নিহত নওশাদের ছোট ভাই শাহজাহান কবির বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় ১২জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ৪জনকে গ্রেফতার করলেও বাকী আসামীরা রয়েছে ধরাছোয়ার বাইরে। পরে গ্রেফতারকৃত চারজনের মধ্যে ৩জন আসামীও জামিনে ছাড়া পেয়ে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।