জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে এসপিকে বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা প্রশাসন, অফিসার্স ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম (বার) বলেছেন, টাঙ্গাইলে যতদিন আপনাদের মাঝে ছিলাম কাজের ক্ষেত্রে এবং পেশাজনিত কারণে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কাজের ক্ষেত্রে জেলা প্রশাসক ও আমি অনেক সময় কাজকে ভাগ করে নিয়েছি। আমি যখন টাঙ্গাইলে এসপি হিসেবে জয়েন করি তখন আমার মনে হয়েছিলো আমি কি পারবো এতো বড় একটি গুরুত্বপূর্ণ জেলা যেখানে বরেণ্য ব্যক্তিদের জন্ম, সমৃদ্ধি একটি জেলা, আমি কি পারবো কাজের মধ্যদিয়ে তাদের ভালবাসা অর্জন করতে। আমি পেরেছি তা অর্জন করতে। আজ বিদায় বেলায় শুধু এটুকু বলবো আমি যেটুকু দিয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি।
জেলা প্রশাসন, অফিসার্স ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এসপি পার্কের প্রতিষ্ঠাতা মাহবুব আলম পিপিএম (বার) কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (১১ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
জেলা প্রশাসক খান মোঃ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন, র্যাবের কমান্ডার মেজর রবিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টু, টাঙ্গাইল ক্লাবের সহ-সভাপতি হারুন অর রশিদ প্রমুখ। জেলা প্রশাসকসহ অন্যান্য বিভাগের নেতৃবৃন্দ মাহবুব আলম পিপিএম (বার) হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেন।