জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা প্রশাসকের আয়োজনে ও পায়াকট বাংলাদেশের সহযোগিতায় টাঙ্গাইলে জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মার্চ) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক প্রচারাভিযান স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নেছার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মনিটরিং ইভালেশন অফিসার একেএম মজুরুল হক, জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ।
কর্মশালায় বিভিন্ন পেশার প্রতিনিধি অংশ নেন।