জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে ডিপ্লোমা কৃষিবিদের মতবিনিময়
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সাথে মতবিনিময় করেছেন ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ। ডিকেআইবি জেলা শাখার সভাপতি রুহুল আমীন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার (৮ অক্টোবর) তার কার্যালয়ে সাক্ষাত করেন।
এ সময় তারা আগামী (২৩ অক্টোবর) ‘ডিপ্লোমা কৃষিবিদ দিবস’-এ ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাককে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য ফজলুর রহমান খান ফারুকের মাধ্যমে অনুরোধ জানান। মন্ত্রী জানান, ওইদিন তিনি দেশের বাহির থেকে ফিরবেন। সেজন্য অনুষ্ঠানে থাকতে পারবেন না।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, ঢাকা অঞ্চলের অর্থ সম্পাদক খালেকুজ্জামান, টাঙ্গাইল সদরের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাসাইলের সভাপতি শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক আবু ইলিয়াস তালুকদার, ধনবাড়ি উপজেলার নেতা মোহাম্মদ মিলন প্রমুখ।