জেলা ছাএদলের সহ সভাপতি আব্দুর রউফের মৃত্যু বাষিকী পালিত
বুধবার টাঙ্গাইল জেলা ছাএদলের সিনিয়র সহ সভাপতি আব্দুর রউফ এর ১১ তম মৃত্যু বাষিকী পালিত হয়েছে। এউপলক্ষে সন্ধায় জেলা বিএনপি কার্যালয়ে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে জেলা বিএনপির সহ সভাপতি ছাইদুল হক ছাদু ,জেলা বিএনপির যুগ্ম সমপাদক আতাউর রহমান জিন্নাহ ,হাসিনুজজামিল শাহীন ,কাজী শফিকুর রহমান লিটল ,জাফর আহমেদ ,আবুল কাশেম ,জেলা ছাএ দলের সভাপতি খঃ রাশেদুল আলম রাশেদ ,সাধারণ সমপাদক শফিকুর রহমান শফিক ,শ্রমিক দলের সাধারণ সমপাদক ভিপি মনিরসহ বিএনপি ,ছাএ দল,যুবদল ,শ্রমিক দল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন্।