জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবলে টাঙ্গাইল অপরাজিত চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টারঃ জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে টাঙ্গাইল জেলা দল। মঙ্গলবার (৮মে) ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ঠাকুরগাঁও জেলাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে টাঙ্গাইল জেলা অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দল।
একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলেই জয় তুলে নেয় টাঙ্গাইলের মেয়েরা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল টাঙ্গাইলের কিশোরীরা। বিজয়ী দলের শিরোপা জয়ে জোড়া গোল করেছেন শাহেদা। ২৫ মিনিটে গোল করে তিনি এগিয়ে দেন দলকে। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। তৃতীয় গোলটি করেছেন উম্মতি খাতুন ৪৬ মিনিটে।
বাকি সময় গোলের জন্য মরিয়া হয়েও ব্যবধান কমাতে পারেনি ঠাকুরগাঁও। টাঙ্গাইলও পারেনি ব্যবধান বাড়াতে। জেএফএ কাপে প্রথমবারের মত শিরোপা জিতলো টাঙ্গাইল। চ্যাম্পিয়ন টাঙ্গাইল ট্রফির পাশপাশি ৫০ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে। ঠাকুরগাঁও পেয়েছে ২৫ হাজার। টুর্নামেন্ট সেরা হয়েছেন টাঙ্গাইলের শাহেদা।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন ফিফার কাউন্সিল সদস্য ও বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।