জিয়ার ৩৯তম শাহাদত বার্ষিকীতে টাঙ্গাইলে শ্রমিক দলের কর্মসূচি পালিত

0 192

স্টাফ রিপোর্টার ॥
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা শ্রমিক দল। শনিবার (৩০ মে) বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উওম) এর ৩৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোডসহ জেলা ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে দুপুর ১২টায় শতাধিক শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা শ্রমিক দল। বিএনপির জাতীয় করোনা পর্যবেক্ষণ কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সহযোগিতায় এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীরের নেতৃত্বে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার ছাইদুল হক ছাদু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, সহসভাপতি জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক ও জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, দপ্তর সম্পাদক মির্জা শাহীন, জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবু সাঈদ, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর শ্রমিক দলের আহবায়ক আব্দুল হালিম, সদস্য সচিব দেলোয়ার হোসেন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, জেলা ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক সামালসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।
খাদ্যসামগ্রী বিতরণের পুর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম পিন্টুর জন্য রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ