জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

0 259

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ৩০ বছর পর বঙ্গবীর কাদের সিদ্দিকী তাঁর নির্মিত ঐহিত্যবাহী জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব তুলে দিলেন তার সহধর্মিনী নাসরিন কাদের সিদ্দিকীর হাতে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে আলোচনা সভায় নতুন ম্যানেজিং কমিটি তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌসী আক্তার। তিন বছর (২০২০-২০২২) মেয়াদী ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি নাসরিন কাদের সিদ্দিকী ও সহ-সভাপতি সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনোয়ারা বেগম। বিদ্যোৎসাহী সদস্য খঃ আঃ মোস্তাকিম, কাউন্সিলর সদস্য মেহেদী হাসান আলীম, মাধ্যমিক সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক, অভিভাবক সদস্য এটিএম সালেক হিটলু, নুরজাহান, ওয়াহিদুর রহমান মজনু, রুবি আক্তার, অনিন্দিতা রহমান, শিক্ষক সদস্য মীর ছানোয়ার হোসেন ও সদস্য সচিব ফেরদৌসী আক্তার। নতুন কমিটি তুলে ধরার পর সাবেক সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী তার বক্তব্যে কমিটির সদস্যসহ সবাইকে বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার কথা বলেন। এই বিদ্যালয়টি আরো ভালো অবস্থানে প্রতিষ্ঠিত হউক। উল্লেখ্য বঙ্গবীর কাদের সিদ্দিকীর অধীনে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া (৩০ জুন ১৯৭১)টাঙ্গাইল শহরের বেড়াডোমা নিবাসী বীর মুক্তিযোদ্ধা শহীদ জাহাঙ্গীরের নামানুসারে ১৯৮৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ