জাতীয় শোক দিবস উপলক্ষে নাগরপুরে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

0 153

নাগরপুর প্রতিনিধি ॥
জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক কুদরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, সদস্য তারেক শামস খান হিমু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল হাসান টুকু, মতিয়ার রহমান মতি, যুগ্ন-সম্পাদক আব্দুস সবুর, জাহিদ হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্ত গৃহিত হয়।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ