জাতীয় শোক দিবসে সদর উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা সঠিকভাবে অর্ধনমিত রাখার নিয়ম সংক্রান্ত ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসাধারণের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি ও সঠিক নিয়মে জাতীয় পতাকা তৈরি হাতে কলমে শেখানো হয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম টিনিউজকে বলেন, জাতীয় পতাকা একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। মুজিব বর্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও আমাদের জাতীয় শোক দিবস। এ দিবসে সবাই যেনো সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারে সে লক্ষেই আমাদের এই আয়োজন।