জাতীয় শোক দিবসে মির্জাপুরে দুস্থদের পুলিশের খাবার বিতরণ

284

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। রবিবার (১৫ আগস্ট) দুপুরে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু গরুর মাংস দিয়ে রান্না করা ভুনা খিচুরি বিতরণ করেন। এ সময় পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন, উপপরিদর্শক (এসআই) রুবেল হোসেন, মোশারফ হোসেন, কামাল হোসেন, আরিফ মিয়া, হাবিবুর রহমান উকিলসহ অন্যান্য পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত মুক্তির মঞ্চ এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা ও পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুলের শ্রদ্ধা জানান। পরে উপজেলা পরিষদ মিলনায়তন ও মির্জাপুর পৌরসভা মিলনায়তনে পৃথক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়।
এছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে শাহাদত বার্ষিকী পালন করা হয়।

 

 

Comments are closed.

ব্রেকিং নিউজঃ