জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কালিহাতীতে সাংবাদিকদের সাথে সভা
কালিহাতী প্রতিনিধি ॥
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা।
এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনের সভাপতিত্বে ও অফিস সহকারী মিনহাজ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) রব্বেল হোসেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, সহ-সভাপতি মীর আনোয়ার হোসেন, তারেক আহমেদ, সাধারণ সম্পাদক দাস পবিত্র, যুগ্ম সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক মনির হোসেন, সদস্য দুলাল হোসেন রানা, এম এম হেলাল, সবুজ সরকার, লতিফ তালুকদার ও রবিন হোসেন প্রমুখ।
সভায় (২৮ আগস্ট) হতে (৩ সেপ্টেম্বর) পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহীত কর্মসূচি এবং উপজেলার মৎস্য উৎপাদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
মৎস্য অফিসের তথ্য অনুযায়ী এ বছর এ উপজেলায় ১১ হাজার ৪শত ১০.৮৯ মেট্রিক টন চাহিদার বিপরীতে ১২ হাজার ৫৬.১৪ মেট্রিকটন বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হয়েছে।
Comments are closed.