জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী অলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত
স্টাফ রিপোর্টারঃ
“মাছ চাষে গড়বো দেশ-বদলে দেবো বাংলাদেশ” প্রতিপাদ্যে সারাদেশের মতো টাঙ্গাইলেও জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে বুধবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে। র্যালী শেষে জেলা শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিনের সভাপতিতে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নেসার উদ্দিন জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার গোবিন্দ চন্দ্র পাল, সদর উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবু আদনান, জেলা মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ।
পরে অতিথিবৃন্দ ৩নং ডিসি লেকে পোনা মাছ অবমুক্ত করেন।