আগামী ১৪ই নভেম্বর শনিবার অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৫ উপলক্ষ্যে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের উদ্যোগে জেলা অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।
সিভিল সার্জন ডা.সৈয়দ ইবনে সাঈদ এর সভাপতিত্বে সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক,সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদসহ জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।