জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালপুরে নগদ অর্থ ও চাল বিতরণ

66

গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনের জন্য নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) বিকেলে স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্সে উপজেলার প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড ও পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের হাতে নগদ টাকা ও চাল তুলে দেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু এবং ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।




দুইজনই আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী। এ সময় ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ও বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ যৌথভাবে উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পৌরসভার প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সম্পাদককে হাতে নগদ ৮ হাজার টাকা এবং চার বস্তা করে চাল তুলে দেন। এছাড়া উপজেলার প্রত্যেক সংগঠনকেও একইভাবে বরাদ্দ দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল ইসলাম ছানা, যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল করিম প্রমুখ।