জন্মদিনের কেক কাটলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী
ভূঞাপুর সংবাদদাতাঃ
সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ৭৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা হিতৈষী জনসমাজের উদ্যোগে মন্ত্রীর বাসভবন সংলগ্ন মুন্সীপাড়া হাট মাঠে শিশুদের নিয়ে ৭৮ ইঞ্চি নিজের ছবি উন্মোচন ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তিনি কেক কাটেন।
এ সময় মন্ত্রীর সহধর্মিনী সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রীর বাসভবনে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি নুরনবী সরকার প্রমুখ।
জন্মদিন উপলক্ষে মুন্সীপাড়া হাট মাঠে নিজে লাঠি খেলে খেলার উদ্বোধন করেন। আব্দুল লতিফ সিদ্দিকী জন্মদিন পালন শেষে একটি র্যালী বাসভবন থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসভবনে গিয়ে শেষ হয়।