জঙ্গিবাদ ও মৌলবাদ বিরোধী সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা যুবলীগ
স্টাফ রিপোর্টার ॥
২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন জঙ্গিবাদী বিএনপি-জামাত জোটের প্রত্যক্ষ মদদে সংঘঠিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে জঙ্গিবাদ ও মৌলবাদ বিরোধী সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা যুবলীগ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে শহরের নিউ মার্কেট থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব, সহ-সভাপতি মনিরুজ্জামান খান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিকদার মানিক, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ। এ সময় জেলা, উপজেলা, শহর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের দুই শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।