ছুটি শেষে বিটেক খুলেছে

0 223

বিটেক প্রতিনিধি: ঈদুল ফিতরের ছুটি শেষে টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) শনিবার (২৩ জুন) খুলেছে। টানা ১৬ দিন ক্যাম্পাসে ছুটি চলার পর এদিন থেকে সব ধরনের দাফতরিক এবং অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে বিটেক প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গেছে, ছুটি শেষে আগামী ২৮ তারিখ থেকে ৪র্থ বর্ষের ফাইনালের বাকী পরীক্ষাগুলো সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বাকী বর্ষের পরীক্ষাগুলোও রুটিন তৈরি সাপেক্ষে শীঘ্রই আরম্ভ হবে। ছুটি চলাকালীন সময়ে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো বন্ধ ছিল। যা ২১ তারিখ সকালে খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে ক্যাম্পাস কর্তৃপক্ষ। এদিকে ছুটি শেষে হলে এবং আশপাশের মেসগুলোতে ফিরতে শুরু করে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ৬ জুন থেকে বিটেকে ঈদের ছুটি ঘোষণা করা হয়। যা এ মাসের ২১ তারিখ পর্যন্ত চলে। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকে পুরোদমে কাজকর্ম শুরু হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ