ছাত্রলীগ নেতা মানিকের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

265

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মানিক শীলের উদ্যোগে অসহায়-দুস্থ ও পথশিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জুলাই)  বিকালে প্রায় ৫০টি পরিবার ও কয়েকজন শিশুর মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মানিক শীল বলেন, মাভাবিপ্রবি ছাত্রলীগ প্রতিনিয়ত মানবতার কল্যাণে, মানুষের মুখে হাসি ফোঁটাতে কাজ করে থাকে। তারই ধারাবাহিতায় ঈদ আনন্দের অংশ হিসেবে ঈদ উপহার খাদ্য সামগ্রী ও বাচ্চাদের নতুন পোষাকের ব্যবস্থা করে মাভাবিপ্রবি ছাত্রলীগ। মানুষের মুখের এক চিলতে হাসিই আমার ছাত্রলীগের ছোট ভাইদের ঈদের আনন্দ। সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত আমার শ্রদ্ধেয় শিক্ষক ও ছোট ভাইদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 

Comments are closed.

ব্রেকিং নিউজঃ